কলাপাড়ায় তদারকির অভাবে টিসিবি কার্যক্রম ভেস্তে যাওয়ার শঙ্কা

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় তদারকির অভাবে টিসিবি কার্যক্রম ভেস্তে যাওয়ার শঙ্কা
মঙ্গলবার ● ২১ অক্টোবর ২০২৫


কলাপাড়ায় তদারকির অভাবে টিসিবি কার্যক্রম ভেস্তে যাওয়ার শঙ্কা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় তদারকির অভাবে সরকারের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কার্যক্রম ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ফ্যামিলি কার্ড এক্টিভেট না থাকার অজুহাতে উপকারভোগীদের দুই-তৃতীয়াংশই পণ্য পাচ্ছেন না। ফলে বাজার স্থিতিশীল রাখার সরকারি উদ্যোগ কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

মঙ্গলবার দুপুরে কলাপাড়া পৌরসভার সামনে দেখা যায়, টিসিবি’র পণ্যবাহী মিনি ট্রাক জনশূন্য অবস্থায় দাঁড়িয়ে আছে। বিকেল পর্যন্ত মাত্র ৩৩ জন উপকারভোগী পণ্য সংগ্রহ করেন। অনেক পৌরকর্মচারীর কক্ষে টিসিবি’র পণ্য মজুদ দেখা গেছে। তারা জানান, উপকারভোগীরা কার্ড দিয়ে পণ্য রেখে গেছেন, পরে এসে নেবেন। তবে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারকে ওই সময় পাওয়া যায়নি।

সূত্রে জানা গেছে, টিসিবি’র উপকারভোগী তালিকা তৈরিতে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতি হয়েছে। সাবেক মেয়র ও ওয়ার্ড কাউন্সিলররা ভোটের স্বার্থে প্রকৃত দরিদ্রদের বাদ দিয়ে নিজেদের সমর্থকদের নাম অন্তর্ভুক্ত করেছেন। বর্তমানে পৌর এলাকায় ১ হাজার ৭৭০টি পরিবার তালিকাভুক্ত হলেও মাত্র ৩২০টির ফ্যামিলি কার্ড সক্রিয়।

প্রতি মাসে টিসিবি ডিলাররা ট্রাকে করে পণ্য আনলেও অধিকাংশই বিক্রি না হয়ে ফেরত যাচ্ছে। তবে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, এসব ফেরত পণ্য ব্যবসায়ীদের কাছে বিক্রি হচ্ছে। এ বিষয়ে ডিলার মো. শাওন বলেন, যাদের কার্ড এক্টিভেট নয়, তাদের পণ্য দেওয়া যাচ্ছে না। ফেরত পণ্য টিসিবি গুদামে জমা রাখা হয়।

কলাপাড়া পৌর নির্বাহী কর্মকর্তা কাব্যলাল চক্রবর্তী জানান, উপসহকারী প্রকৌশলী ওয়ালি উল্লাহ টিসিবি কার্যক্রম তদারকির দায়িত্বে আছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. কাউছার হামিদ বলেন, আমি প্রশিক্ষণে গোপালগঞ্জে আছি, তবে বিষয়টি খোঁজ নিচ্ছি।


এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৩৫:৫২ ● ৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ