স্বরূপকাঠি কলেজ ছাত্রনেতাকে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

হোম পেজ » পিরোজপুর » স্বরূপকাঠি কলেজ ছাত্রনেতাকে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সোমবার ● ২০ অক্টোবর ২০২৫


 

স্বরূপকাঠি কলেজ ছাত্রনেতাকে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

সরকারি স্বরূপকাঠি কলেজ ছাত্রদলের সদস্য মোঃ সিফাত আকনের ওপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে নেছারাবাদ উপজেলার মিয়রহাটে বিএনপি কার্যালয়ে ছাত্রদলের উদ্যোগে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে সিফাত আকন অভিযোগ করেন, নেছারাবাদের মিয়ারহাট বাজার থেকে নান্দুহার বাজার যাওয়ার পথে আকন বাড়ি এলাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হক ও মনিরুলসহ ৩০-৩৫ জন আওয়ামী সন্ত্রাসী পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলায় তাদের মোটরসাইকেল ভাংচুর করা হয়। তিনি জানান, হামলার উদ্দেশ্য ছিল বিএনপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করা।

সিফাত অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি করেন। এ ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৩০-৩৫ জনের নামে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

সংবাদ সম্মেলনে স্বরূপকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিহাদ আকন, সদস্য মায়াজ ওহি প্রমুখসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:১০:৫৬ ● ৩৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ