নেছারাবাদে ইলিশ শিকারে তিন জেলেকে জেল-জরিমানা

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে ইলিশ শিকারে তিন জেলেকে জেল-জরিমানা
মঙ্গলবার ● ২১ অক্টোবর ২০২৫


নেছারাবাদে ইলিশ শিকারে তিন জেলেকে জেল-জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে দুজনকে সাত দিনের করে কারাদণ্ড এবং একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের নেতৃত্বে সন্ধ্যা নদীর কুনিয়ারি এলাকায় মাছ ধরার সময় তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন বানারীপাড়া উপজেলার ব্রাহ্মণকাঠী গ্রামের হারুন বেপারীর ছেলে মো. বেল্লাল হোসেন (৩০) ও মতি বেপারীর ছেলে মো. আল-আমিন বেপারী (৩২)। এদের প্রত্যেককে সাত দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই এলাকার খলিলুর রহমানের ছেলে মো. সালাউদ্দিন (১৮) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নেছারাবাদ থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম। তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী মা ইলিশ রক্ষা ও সংরক্ষণে এ ধরনের অভিযান চলবে।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:০৯:৩২ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ