
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের কলেজ রোড এলাকায় একটি গুরুত্বপূর্ণ সড়ক দখল করে সীমানা প্রাচীর নির্মাণের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিকরা। স্থানীয়দের অভিযোগ, পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় প্রভাবশালী রাজ্জাক তালুকদার সড়কের ওপরই প্রাচীর নির্মাণ করেন।
ঘটনার পর এলাকাবাসী অভিযোগ দেন স্থানীয় সেনা ক্যাম্পে। সেনা সদস্যরা এসে আংশিক অংশ ভেঙে বাকিটুকু অপসারণের নির্দেশনা দেন। কিন্তু নির্দেশনা অমান্য করে ফের সেখানে নির্মাণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও অ্যালফাবেট কিন্ডারগার্টেনের পরিচালক মোস্তফা জামান সুজন। তিনি ফেসবুকে লেখেন, পৌর শহরের কৃষি গোডাউনের পাশের সড়ক দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। সেনা ক্যাম্পের নির্দেশের পরও প্রাচীর পুরোপুরি সরানো হয়নি। বিষয়টি জনগুরুত্বপূর্ণ হওয়ায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
অভিযুক্ত রাজ্জাক তালুকদারের ছেলে মো. আশিক তালুকদার বলেন, আমরা রাস্তার জন্য আমাদের জায়গা ছেড়ে দিয়েছি। আশপাশের অনেকে সরকারি জায়গা দখল করে আছেন। প্রশাসন পরিদর্শনে এলেই বিষয়টি পরিষ্কার হবে।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও কলাপাড়া পৌর প্রশাসক ও ইউএনও মো. কাউছার হামিদের সরকারি নম্বরে সাড়া পাওয়া যায়নি।
কলাপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান বলেন, আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। বিষয়টি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।