গৌরনদীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

হোম পেজ » মুক্তিযুদ্ধ » গৌরনদীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
মঙ্গলবার ● ২১ অক্টোবর ২০২৫



গৌরনদীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মো. শামসুল হকের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে তার পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন কার্য সম্পন্ন হয়।

রাষ্ট্রের পক্ষে দাফন কার্যক্রমে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। এ সময় সেনাবাহিনীর একটি দল গার্ড অব অনার প্রদান করে রাষ্ট্রীয় সম্মান জানায়।

এছাড়া উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য মো. মাহবুবুল আলম স্বপন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো. ফরিদ মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমির মো. হাফিজুর রহমান হাফিজ, পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাচ্চু, ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. রিয়াজ ভূঁইয়া, গৌরনদী সাংবাদিক ফোরামের আহ্বায়ক সরদার মো. মনিরুজ্জামান ও সদস্য মো. আব্দুল্লাহ আল নোমানসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক মুসল্লি।

দাফন শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে মরহুমের প্রতি রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:১৬ ● ৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ