তদন্ত কমিটি গঠন আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

হোম পেজ » বরগুনা » তদন্ত কমিটি গঠন আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ
সোমবার ● ২০ অক্টোবর ২০২৫


আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেকে চাল পাননি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন বয়াতি চাল আত্মসাৎ করেছেন বলে দাবি ভুক্তভোগীদের।

সোমবার দুপুরে শতাধিক জেলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন। এরপর উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, আমতলী উপজেলায় ৬ হাজার ৯৬৯ জন নিবন্ধিত জেলে রয়েছেন। সরকারের নিষেধাজ্ঞা অনুযায়ী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা বন্ধ আছে। এই সময়ে প্রতি জেলে ২৫ কেজি করে বিশেষ ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে সরকার।

চাওড়া ইউনিয়নের ৬৪২ জন জেলের মধ্যে প্রায় ৩০০ জনকে চাল দেওয়া হলেও বাকি চাল আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন জেলে ফরিদা বেগম, আম্বিয়া বেগম ও মামুন শরীফ। তারা বলেন, চাল আনতে গিয়ে অনেক জেলেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। চেয়ারম্যানের লোকজন নাকি টিপসহি জাল করে চাল উত্তোলনের তালিকা তৈরি করেছেন।

চাওড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন বয়াতি অভিযোগ অস্বীকার করে বলেন, মাষ্টার রোল অনুযায়ী চাল বিতরণ হয়েছে, কোনো অনিয়ম হয়নি। অভিযোগকারীরা তালিকাভুক্ত জেলে নন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাসেল বলেন, কমিটির চিঠি পাওয়ার পর নির্দেশ অনুযায়ী তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার বলেন, জেলেরা তার দপ্তরেও অভিযোগ করেছিলেন। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যান। ইউএনও মো. রোকনুজ্জামান খান উপজেলা কৃষি কর্মকর্তাকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

বাংলাদেশ সময়: ১৯:২৬:২৬ ● ৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ