
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফিরে গরুর খামার গড়ে ভাগ্য বদলেছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার বড় বাশাইল গ্রামের দুবাই প্রবাসী শামীম শিকদার। বর্তমানে তিনি সফল খামারি হিসেবে এলাকায় পরিচিতি পেয়েছেন।
শামীম শিকদারের খামারে এখন বিভিন্ন জাতের ছোট-বড় প্রায় আড়াইশ গরু রয়েছে। তিনি বলেন, সরকার সহযোগিতা দিলে খামারের পরিধি আরও বাড়াতে চান। এতে এলাকার বেকার যুবকদেরও কর্মসংস্থান হবে। বর্তমানে তার খামারে ১০ জন লোকের স্থায়ী কাজের সুযোগ তৈরি হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা পলাশ সরকার সাগরকন্যাকে জানান, শামীম শিকদারের খামারে দেশি ও বিদেশি মিলিয়ে আড়াইশ গরু রয়েছে। পাশাপাশি দুটি পুকুরে মাছ চাষ এবং চার একর জমিতে গরুর খাদ্যের ঘাস চাষ করা হয়েছে। এ খামারটি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পুরস্কারের জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, জীবিকার তাগিদে শামীম ২০০৮ সালে দুবাই যান। তবে বিদেশের মাটিতে টিকতে না পেরে এক বছর পর দেশে ফিরে আসেন। দেশে এসে ২০১২ সালে তিনি ‘রায়ান ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং খামার’ নামে গরুর খামার প্রতিষ্ঠা করেন। প্রথমে ২০টি গরু নিয়ে শুরু করে বর্তমানে তার খামারে গরুর সংখ্যা ২৫০টি।
শামীম বলেন, আমি খামারের গরুগুলোকে সন্তানের মতো যত্ন করি। দেশি খাবার ব্যবহার করি বলে রোগবালাই কম হয়। এখন খরচ বাদে মাসে আয় হয় সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকা। ভবিষ্যতে খামার আরও বড় করার পরিকল্পনা আছে।