বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ, ১৪ ভারতীয় জেলেসহ ট্রলার আটক

হোম পেজ » খুলনা » বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ, ১৪ ভারতীয় জেলেসহ ট্রলার আটক
শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫


বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ, ১৪ ভারতীয় জেলেসহ ট্রলার আটক

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের দায়ে ১৪ ভারতীয় জেলেসহ একটি ফিশিং ট্রলার আটক করেছে নৌবাহিনী।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে টহলরত নৌবাহিনীর জাহাজ বানৌজা শহীদ আক্তার উদ্দিন ট্রলারটি আটক করে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে আটক ট্রলার ‘এফবি শুভযাত্রা’-কে মোংলার দিগরাজ নৌঘাঁটিতে আনা হয়। পরে রাতেই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক জেলেরা হলেন-চন্দ্র দাস, আনন্দ দাস, সদানন্দ দাস, শেখর দাস, সুভাষ দাস, মনি শংকর শিকদার, বিপুল দাস, গৌরাঙ্গ দাস, মৃত্যুঞ্জয় দাস, গৌরাঙ্গ হালদার, গৌতম দাস, বিশ্বজিৎ দাস, সুজন বিশ্বাস ও বিজয় দাস। তাদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকায়।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ট্রলারটিতে থাকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১০ মণ মাছ নিলামে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

মোংলা থানা ওসি মো. আনিসুর রহমান বলেন, অবৈধ অনুপ্রবেশ ও মৎস্যসম্পদ লুটের অভিযোগে মামলা দায়ের করে রবিবার সকালে আটক জেলেদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এর আগে চলতি বছরে জুলাই ও আগস্ট মাসে একই এলাকা থেকে আরও তিনটি ভারতীয় ট্রলার আটক করেছিল নৌবাহিনী।


এমই/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৮:৩৪ ● ২১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ