
সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এমএইচ খান মঞ্জু জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার দুপুরে শহরের লঞ্চঘাট সংলগ্ন তার নিজস্ব বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় এমএইচ খান মঞ্জু বলেন, রাজনীতির পাশাপাশি আমি একজন ব্যবসায়ী। গত ১৭ বছরে আমার সব ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দিয়েছে পূর্ববর্তী সরকার। এতে আমি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি। আমার গাড়ি, শিপিং, মৎস্য ও পেট্রলপাম্প ব্যবসা বন্ধ করা হয়েছে।
তিনি বলেন, এমপি থাকাকালে গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক পাকা করেছি। এছাড়া হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান ওড়াকান্দিতে যাতায়াতের রাস্তা নির্মাণ এবং হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে একদিন সরকারি ছুটি ঘোষণার উদ্যোগ নিয়েছিলাম।
এমএইচ খান মঞ্জু আরও বলেন, গত ১৭ বছর এলাকার মানুষ কথা বলতে পারেনি। এখন তারা বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। মানুষ ঘরের সন্তান হিসেবে আমাকে আবারও এমপি হিসেবে দেখতে চায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে গোপালগঞ্জ-২ আসনে মনোনয়ন দেবেন বলে আশা করছি। তারপরও যদি অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয়, আমি দলের হয়ে কাজ করব।
সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এস এম সুমন, সাবেক দপ্তর সম্পাদক এস এম হুমায়ুন কবির, কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি রমেন্দ্রনাথ সরকার, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক লিটন মিয়া, শ্রমিক ফেডারেশনের দপ্তর সম্পাদক মাসুদ শেখসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।