দশমিনায় উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ প্রতিযোগিতা

হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ প্রতিযোগিতা
শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫


দশমিনায় উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ প্রতিযোগিতা

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনা উপজেলার কাটাখালী আশ্রয়ণ প্রকল্পের দীঘিতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার দুপুরে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে দীঘির চারপাড়ে দর্শকদের ঢল নামে।

এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় উপজেলার সাটি ইউনিয়নের ৬টি নৌকা অংশ নেয়। সকাল থেকেই সেখানে ছিল উৎসবের আমেজ। নৌকা বাইচের পাশাপাশি আয়োজন করা হয় সাঁতার প্রতিযোগিতা, হাঁস ধরা ও বিকেল ৪টায় লাঠিখেলার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির স্থানীয় সদস্য মো. আজাহার সিকদার এবং সঞ্চালনা করেন আব্দুর রশিদ তালুকদার কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবুল বশার। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. জিয়া তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল, দপ্তর সম্পাদক রাজিব মিয়া, যুবদলের সদস্য সচিব শামীম খান, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন বয়সের নারী-পুরুষ।

স্থানীয়রা জানান, নৌকা বাইচের ঐতিহ্য এখন অনেকটাই হারিয়ে গেছে। দীর্ঘদিন পর এমন আয়োজনে তারা উচ্ছ্বসিত। এ ধরনের আয়োজন নিয়মিত হলে গ্রামীণ সংস্কৃতি চাঙা হবে বলে তারা আশা প্রকাশ করেন।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৯:৪৫:০৯ ● ২৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ