
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
নেছারাবাদের অলংকারকাঠী মনিরাম (এম.আর) মাধ্যমিক বিদ্যালয়ে গভীর রাতে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) গভীর রাতে বিদ্যালয়ের প্রশাসনিক কক্ষে তালা ভেঙে চোরেরা রেজুলেশন বহি ও ক্যাশ রেজিস্টার বহি নিয়ে গেছে। একই কক্ষে থাকা ল্যাপটপ, প্রিন্টার ও প্রজেক্টরসহ দামি জিনিসপত্র না নিয়ে চোরেরা চলে যায়।
বুধবার (১৫ অক্টোবর) সকালে সহকারী শিক্ষিকা মোছা. শামিমা আক্তার বিদ্যালয়ে এসে প্রশাসনিক কক্ষের তালা ভাঙা ও আলমারির ড্রয়ার খোলা দেখতে পান। তিনি বিষয়টি প্রধান শিক্ষককে জানান।
পাহারাদার মো. ফরিদ হোসেন বলেন, রাত তিনটা পর্যন্ত পাহারা দিয়েছি। অসুস্থতার কারণে কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। সকালে দেখি তালা ভাঙা। চোরেরা কিছু কাগজপত্র ও প্রায় দুই হাজার টাকা নিয়ে গেছে।
প্রধান শিক্ষক শংকর কুমার বড়াল বলেন, চোরেরা আমার কক্ষ ও সহকারী শিক্ষকদের কক্ষের তালা ভেঙে রেজুলেশন ও ক্যাশ বহি নিয়ে গেছে। পাশেই দামি জিনিসপত্র ছিল, কিন্তু তা নেয়নি। উদ্দেশ্যপ্রণোদিত মনে হচ্ছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. নাসির উদ্দিন তালুকদার বলেন, এর আগেও বিদ্যালয়ে চুরি হয়েছিল। এবার কেবল কাগজপত্র নেওয়া হয়েছে। এটি অত্যন্ত সন্দেহজনক। হয়তো পাহারাদারের সম্পৃক্ততা থাকতে পারে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। চোরেরা দামি জিনিস না নিয়ে শুধু কাগজপত্র নিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।