দশমিনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন
সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫


দশমিনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্যে পটুয়াখালীর দশমিনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা পরিষদ চত্বরে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান এবং সঞ্চালনা করেন উপজেলা সিপিপি সমন্বয়ক পি.এম. রায়হান বাদল। এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন চন্দ্র মজুমদার, আইসিটি কর্মকর্তা মাসুদ হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহামুদুল হাসান সিকদার, পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল হক, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নিজামুল হক, সিপিপির ডেপুটি টিম লিডার আনোয়ার হোসেন ও সালমা বেগমসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের স্বেচ্ছাসেবকরা।

কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:১২:৫০ ● ১৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ