নাজিরপুরের মিনি স্টেডিয়াম গোচারণভূমিতে পরিণত

হোম পেজ » পিরোজপুর » নাজিরপুরের মিনি স্টেডিয়াম গোচারণভূমিতে পরিণত
রবিবার ● ১২ অক্টোবর ২০২৫


নাজিরপুরের মিনি স্টেডিয়াম গোচারণভূমিতে পরিণত

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পিরোজপুরের নাজিরপুর মিনি স্টেডিয়াম এখন গরু-ছাগলের চারণভূমিতে পরিণত হয়েছে। মাঠে খেলাধুলার পরিবর্তে চলছে পশুর চরানো, সন্ধ্যার পর এটি মাদকসেবীদের আড্ডাস্থল হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে এলাকাবাসী উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি দাবি জানিয়েছেন।

১৯৮৩ সালে নির্মিত এই স্টেডিয়ামে ২০১২ সালে জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে ‘মিনি স্টেডিয়াম’ নামে দুই কক্ষ বিশিষ্ট ভবন, শৌচাগার ও কয়েকটি বেঞ্চ নির্মাণ করা হয়। এরপর থেকে আর কোনো সংস্কার বা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়নি। ফলে ভবনটি এখন জরাজীর্ণ, দেয়ালে ফাটল, চারপাশে ময়লা-আবর্জনা ও শ্যাওলায় ভরে গেছে। শৌচাগার ব্যবহার করছেন পথচারীরা, যা দুর্গন্ধে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করেছে।

খেলোয়াড়রা অভিযোগ করেন, মাঠে ঘাস ও কাদা জমে থাকে, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিশুদ্ধ পানির ব্যবস্থাও নেই। নিরাপত্তাহীনতার কারণে সন্ধ্যার পর মাঠে প্রবেশ করাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সচেতন মহল জানান, নাজিরপুরে একমাত্র এই স্টেডিয়াম থাকলেও খেলাধুলার পরিবেশ নেই। সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ পেলে এটি আবারও প্রাণ ফিরে পেতে পারে।

নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা বলেন, মিনি স্টেডিয়ামের ঝুঁকিপূর্ণ গ্যালারি, ড্রেসিং রুম ও মাঠ সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের প্রস্তাবও দেওয়া হয়েছে।


এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৫৪:৩৩ ● ৯২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ