বরগুনায় দুর্নীতিবাজ দুই কর্মকর্তার বদলির দাবিতে মানববন্ধন

হোম পেজ » বরগুনা » বরগুনায় দুর্নীতিবাজ দুই কর্মকর্তার বদলির দাবিতে মানববন্ধন
বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫


বরগুনায় দুর্নীতিবাজ দুই কর্মকর্তার বদলির দাবিতে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) মো. রফিকুল ইসলাম ও থেরাপি সহকারী মো. গোলাম রব্বানীর বদলির দাবিতে মানববন্ধন করেছে সেবা গ্রহীতা ও অভিভাবকরা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উভয় কর্মকর্তা নিয়মিত সেবা না দিয়ে ব্যক্তিগত চেম্বার ব্যবসায় ব্যস্ত থাকেন। সরকারি কর্মস্থলে তারা অনিয়মিতভাবে উপস্থিত হন এবং রোগীদের চেম্বারে গিয়ে চিকিৎসা নিতে বাধ্য করেন। এতে নিম্নআয়ের প্রতিবন্ধীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

অভিযোগ করা হয়, কনসালট্যান্ট রফিকুল ইসলাম ১৩ বছর ধরে বরগুনায় থেকে চেম্বার বানিজ্য চালিয়ে যাচ্ছেন এবং প্রভাব খাটিয়ে অবস্থান করছেন। তার সহযোগী গোলাম রব্বানীও সেবা দিতে অনিহা প্রকাশ করেন এবং খারাপ ব্যবহার করেন।

অভিভাবক ও সেবা গ্রহীতারা দ্রুত সময়ের মধ্যে দুজন কর্মকর্তার বদলির দাবি জানান।


জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৫:১৪:২৫ ● ১১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ