নেছারাবাদে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বিষয়ক সভা

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বিষয়ক সভা
বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫


নেছারাবাদে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বিষয়ক সভা

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

নেছারাবাদে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস কক্ষে ওই সভা অনুষ্ঠিত  হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার জসিম আহমেদ প্রমুখ।  এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, উপজেলা মৎস্য অফিসার ফারিয়া কনক, নেছারাবাদ থানার উপ-পরিদর্শক (এস আই) জয়দেব জয়ধর ও সাংবাদিকবৃন্দরা।
এ বছর টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এর আওতায় এ উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৬২ হাজার ৫৭৬ জন শিশু ও শিক্ষার্থীদের টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামি ১২ অক্টোবর থেকে  টাইফয়েড টিকাদান কর্মসুচি শুরু হবে। উপজেলার বিভিন্ন শিক্ষপ্রতিষ্ঠানে  এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাইফয়েড টিকা দেওয়া হবে।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৩৭:২৮ ● ১১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ