নর্থ সাউথের শিক্ষার্থীর কুরআন অবমাননায় মৃত্যুদণ্ডের দাবি ছারছীনার পীরের

হোম পেজ » পিরোজপুর » নর্থ সাউথের শিক্ষার্থীর কুরআন অবমাননায় মৃত্যুদণ্ডের দাবি ছারছীনার পীরের
রবিবার ● ৫ অক্টোবর ২০২৫


 

ছারছীনা দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.)

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের পবিত্র কুরআন অবমাননার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন ছারছীনা দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.)। রবিবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে তিনি ওই শিক্ষার্থীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান।

তিনি বলেন, ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী অপূর্ব পাল ইচ্ছাকৃতভাবে কুরআন শরীফ মাটিতে রেখে লাথি মেরে এবং পৃষ্ঠা ছিঁড়ে ভিডিও ধারণ করেছে। এই নিন্দনীয় কাজ শুধু মুসলমানদের নয়, সার্বজনীন মানবিক মূল্যবোধকেও অপমানিত করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। শত বছর ধরে সব ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। বিশ্বের বহু দেশে কুরআন অবমাননার ঘটনায় বিচার হয়েছে। একইভাবে বাংলাদেশেও এই জঘন্য অপরাধের বিচার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

ছারছীনার পীর আরও জানান, ধর্ম অবমাননার প্রশ্নে তারা অতীতে যেমন আপোষহীন ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। ইসলামসহ যেকোনো ধর্মের প্রতি অবমাননা করলে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ সময়: ২২:৪৫:৩৭ ● ১৫২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ