নেছারাবাদে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন
রবিবার ● ৫ অক্টোবর ২০২৫


নেছারাবাদে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

নেছারাবাদের আলকিরহাট বাজারে দুই শিক্ষকের বিরুদ্ধে চড়া সুদ ও আর্থিক অনিয়মের অভিযোগে রবিবার মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ঘটনাটি বিশেষভাবে নজর কেড়েছে আজ বিশ্ব শিক্ষক দিবস হিসেবে। অভিযুক্তরা হলো আলকিরহাট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শিক্ষক মিজানুর রহমান ও সম্পাদক শিক্ষক মো. আলআমীন।

ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, শিক্ষকরা সমিতির নামে ঋণ দিয়ে বসতবাড়ি দখল, চড়া সুদ ও নানা অনিয়ম চালাচ্ছেন। ঋণ গ্রহীতা শিরিন বেগম বলেন, তিনি ৪০ হাজার টাকা ঋণ নিয়ে সুদসহ ৫০ হাজার টাকা পরিশোধ করেও চেক ফেরৎ পাননি, উল্টো আরও টাকা দাবি ও মামলার হুমকি পেয়েছেন। রিকশাচালক মো. আলাউদ্দীনও জানান, ২ লাখ ৭০ হাজার টাকা ঋণ নিয়ে জমি চুক্তিতে লিখে নেওয়ার পরও চেক ও শর্তযুক্ত কাগজ ফেরত পাননি।

ভুক্তভোগীরা সমবায় অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অভিযুক্ত মিজানুর রহমান বলেন, আমি মানুষের টাকা নিয়ে ব্যবসা করি। যারা টাকা ফেরত দিচ্ছেন না, তাদের নামে মামলা করছি। নেছারাবাদ উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাসান রকি সাগরকন্যাকে জানান, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ২০:২৯:৫৪ ● ১৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ