বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

হোম পেজ » বরিশাল » বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
রবিবার ● ৫ অক্টোবর ২০২৫


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের নতুনহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফ হাওলাদার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী গ্রামের মৃত রহমান হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল লতিফ হাওলাদার মহাসড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা ঢাকাগামী একটি পরিবহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরিবহনটি শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২২:৫৮:১০ ● ১০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ