ইন্দুরকানীতে মুক্তিযোদ্ধা কমাণ্ডের কমিটি বাতিলে সংবাদ সম্মেলন

হোম পেজ » মুক্তিযুদ্ধ » ইন্দুরকানীতে মুক্তিযোদ্ধা কমাণ্ডের কমিটি বাতিলে সংবাদ সম্মেলন
শনিবার ● ৪ অক্টোবর ২০২৫


ইন্দুরকানীতে মুক্তিযোদ্ধা কমাণ্ডের কমিটি বাতিলে সংবাদ সম্মেলন

সাগরকন্যা প্রতিবেদক, ইন্দুরকানী (পিরোজপুর)

বিতর্কিত ব্যক্তিকে আহ্বায়ক করে কমিটি গঠনের অভিযোগ তুলে ইন্দুরকানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধারা। শনিবার (৪ অক্টোবর) দুপুরে ইন্দুরকানী প্রেসক্লাবে বীর মুক্তিযোদ্ধাদের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা আবুল মান্নান হাওলাদার। এ সময় সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার ডাকুয়া, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র, আশরাফ আলী, ধীরেন্দ্রনাথ হালদার, সুলতান আহমেদ, আবুল হাসেমসহ ২০ জন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন, গত ১৪ সেপ্টেম্বর জেলা কমিটি ইন্দুরকানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়। নতুন কমিটির আহ্বায়ক মোশাররফ হোসেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তি এবং বিগত দিনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভাড়া ও অগ্রিমের লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তিনি বীর নিবাস ঘর দেওয়ার নামে মৃত মুক্তিযোদ্ধা হোসেন ফকিরের স্ত্রীর কাছ থেকে এক লাখ টাকা এবং মুক্তিযোদ্ধা আবুল হোসেনের কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। এছাড়া পুরাতন মুক্তিযোদ্ধা মার্কেটের ১০টি দোকানের ভাড়া ব্যাংকে জমা না করে আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ তোলেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এমন একজন বিতর্কিত ব্যক্তিকে আহ্বায়ক করায় মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুণ্ন হয়েছে। তাই অবিলম্বে ওই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনের পর সদ্য ঘোষিত সাত সদস্যের আহ্বায়ক কমিটির মধ্যে পাঁচজন পদত্যাগ করেছেন বলেও জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আহমেদ শহীদুল হক চান বলেন, বর্তমান কমিটির বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:১০:২২ ● ১৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ