সাগরে মাছ ধরতে গিয়ে ৫ জেলের ৭ দিনেও খোঁজ মেলেনি কুয়াকাটায়

হোম পেজ » কুয়াকাটা » সাগরে মাছ ধরতে গিয়ে ৫ জেলের ৭ দিনেও খোঁজ মেলেনি কুয়াকাটায়
শনিবার ● ৪ অক্টোবর ২০২৫


সাগরে মাছ ধরতে গিয়ে ৫ জেলের ৭ দিনেও খোঁজ মেলেনি কুয়াকাটায়

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটা পৌরসভার পার্শ্ববর্তি ইউনিয়ন ধুলাসারে নতুনপাড়া গ্রামের পাঁচ জেলে মাছ ধরতে গিয়ে সাত দিনেও ফিরে আসেননি। গত শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ভোরে তারা বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন।

নিখোঁজ জেলেরা হলেন- মিলন বিশ্বাস, মিরাজ বিশ্বাস, রায়হান হাওলাদার, কাইউম ও ইউনুস। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন ভোরে তারা একটি লাল রঙের ফাইবার বোট নিয়ে নতুনপাড়া জেলেঘাট থেকে সমুদ্রে যায়। সাধারণত দুই দিন পরপর তারা তীরে ফিরতেন, কিন্তু এবার সাত দিন পেরিয়েও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে পরিবারের দাবি।

নিখোঁজ জেলে মিলন বিশ্বাসের ভাই মুস্তাকিন বিশ্বাস সাগরকন্যাকে জানান, সাম্প্রতিক নিম্নচাপের প্রভাবে বোটটি ডুবে যেতে পারে বা ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভেসে থাকতে পারে। বর্তমানে সমুদ্রে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা চলছে বলেও তার উদ্বেগের কথা জানান।

স্থানীয় জেলেরা জানান, নিখোঁজের ঘটনায় নতুনপাড়া ও আশপাশের এলাকায় শোক ও শঙ্কা ছড়িয়ে পড়েছে। পরিবারের সদস্যরা রয়েছেন চরম উদ্বেগে। স্থানীয় ইলিশ ব্যবসায়ী সগীর বুড়া জানান, ওই নৌকায় তার দাদনের কিছু টাকা বিনিয়োগ ছিল, কিন্তু এখনো তাদের কোনো খবর নেই।

এদিকে বিষয়টি কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে বলে ওই ব্যবসায়ী উল্লেখ করেন। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, আবহাওয়া অনুকূলে এলেই উদ্ধার অভিযান শুরু করা হবে।

কুয়াকাটা নৌ পুলিশের এসআই মো. মনিরুজ্জামান বলেন, নিখোঁজ জেলেদের সন্ধানে কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:২১:৪৯ ● ১১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ