সহযোগী গ্রেফতার আগৈলঝাড়ায় গৃহবধূর মুখ বেঁধে ধর্ষণ

হোম পেজ » বরিশাল » সহযোগী গ্রেফতার আগৈলঝাড়ায় গৃহবধূর মুখ বেঁধে ধর্ষণ
শনিবার ● ৪ অক্টোবর ২০২৫


সহযোগী হিসেবে অভিযুক্ত আইয়ুব আলী মৃধা

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলার এক আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিচ্ছিল একই এলাকার সাইদুল সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার (১৯), শাহীন মৃধার ছেলে আইয়ুব আলী মৃধা (২০) ও আরও একজন। গৃহবধূ তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই তিনজন ঘরের দরজা ভেঙে ঢোকে।

তারা গৃহবধূর মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। আব্দুল্লাহ সরদার মূল ধর্ষক এবং আইয়ুব আলী মৃধা ও অজ্ঞাত একজন তাকে সহযোগিতা করে। গৃহবধূর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে শনিবার আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন (নং-১/৪-১০-২০২৫)। পুলিশ আইয়ুব আলী মৃধাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে এবং গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেফতার করেছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৫:৪২:০৫ ● ১৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ