পূজার ছুটির তৃতীয় দিনে পর্যটকে কানায় কানায় সাগরকন্যা কুয়াকাটা

হোম পেজ » কুয়াকাটা » পূজার ছুটির তৃতীয় দিনে পর্যটকে কানায় কানায় সাগরকন্যা কুয়াকাটা
শুক্রবার ● ৩ অক্টোবর ২০২৫


পূজার ছুটির তৃতীয় দিনে পর্যটকে কানায় কানায় সাগরকন্যা কুয়াকাটা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির তৃতীয় দিনে পর্যটকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে পটুয়াখালীর পর্যটনকেন্দ্র সাগরকন্যা কুয়াকাটা। দীর্ঘ ২২ কিলোমিটার সৈকতের তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউবাগান, গঙ্গামতি, চর গঙ্গামতি ও লাল কাঁকড়ার চরে পর্যটকদের ভিড় বেড়েছে কয়েকগুণ।

শুক্রবার সকাল থেকে বৃষ্টি না থাকায় সৈকতে হাজারো পর্যটক ভিড় করেছেন। কেউ ঢেউয়ের সঙ্গে মেতে উঠেছেন, কেউ বালিয়াড়িতে ও বেঞ্চে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। পর্যটক বাড়ায় হোটেল-মোটেল ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বিক্রি বেড়েছে, শতভাগ কক্ষ বুকিং হয়ে গেছে। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ।

 

ছাতা ও বেঞ্চ বিক্রেতা সালেক বলেন, পূজার ছুটিতে বিক্রি ভালো হয়েছে। প্রথম দুই দিন বৃষ্টিতে হতাশ হলেও আজ পর্যটকের ঢল নেমেছে।

অটোচালক খলিল হাওলাদার বলেন, বৃষ্টির কারণে গতকাল রাস্তায় নামতে পারিনি। আজ হাজারো পর্যটক আসায় আয় বেড়েছে।

ঢাকা থেকে আসা পর্যটক মো. রবিন বলেন, ঢেউ না দেখে ফিরে যাওয়া যায় না। তবে দর্শনীয় স্পটের রাস্তা উন্নত করা দরকার। খুলনা থেকে আসা সুপর্ণা রায় বলেন, প্রথমবার কুয়াকাটায় এসে সমুদ্রের সৌন্দর্যে মুগ্ধ হয়েছি। আজ আবহাওয়া ভালো থাকায় পর্যটক বেড়েছে এবং আমরা দর্শনীয় স্পট ঘুরতে যাব।

হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল ফরাজী জানান, পূজার টানা ছুটিতে এবার রেকর্ড সংখ্যক পর্যটক এসেছেন। সৈকতসংলগ্ন হোটেলগুলো শতভাগ এবং আশপাশের হোটেলগুলো ৯০–৯৫ শতাংশ বুকিং পূর্ণ। তবে খারাপ আবহাওয়ায় কিছু বুকিং বাতিল হলেও আজ নতুন করে বুকিং বাড়ছে।

হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ বলেন, নিম্নচাপের কারণে কিছু বুকিং বাতিল হলেও আবহাওয়া উন্নত হওয়ায় আবার বুকিং হচ্ছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, সৈকত এখন পর্যটকে কানায় কানায় পূর্ণ। নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করছেন।

কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক বলেন, পর্যটক ও দুর্গাপূজার দর্শনার্থীদের নিরাপত্তায় প্রশাসন সর্বক্ষণ প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৩১:১০ ● ১২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ