সুন্দরবনে জিম্মিদশা থেকে ৪ জেলে উদ্ধার

হোম পেজ » খুলনা » সুন্দরবনে জিম্মিদশা থেকে ৪ জেলে উদ্ধার
শুক্রবার ● ৩ অক্টোবর ২০২৫


সুন্দরবনের  জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করেছে  কোস্ট গার্ড

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করেছে মোংলা কোস্ট গার্ড। শুক্রবার (৩ অক্টোবর) ভোরে শিবসা নদী সংলগ্ন আড়বাউনি খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের বিসিজিএস তৌহীদের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আত্মসমর্পণের আহ্বানে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হলে ডাকাতরা বোট ও জিম্মিদের ফেলে বনের ভেতরে পালিয়ে যায়।

পরে বোট তল্লাশি করে একটি একনলা বন্দুক, দুটি এয়ারগান ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেরা জানান, তারা ১০ দিন ধরে জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি ছিলেন এবং মুক্তিপণের জন্য নির্যাতনের শিকার হয়েছেন।

উদ্ধারকৃত জেলে ও জব্দকৃত অস্ত্র-গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। কোস্ট গার্ড জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮:৪৭:২০ ● ১১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ