উত্তাল বঙ্গোপসাগর, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

হোম পেজ » কুয়াকাটা » উত্তাল বঙ্গোপসাগর, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বৃহস্পতিবার ● ২ অক্টোবর ২০২৫


উত্তাল বঙ্গোপসাগর, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনিভূত হয়ে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও  উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপে পরিনত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। গত দুইদিন ধরে উপকূলের বিভিন্ন স্থানে থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে সকল শ্রেনীর মানুষ।

গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার সকাল ছয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিনপশ্চিমে অবস্থান করছিলো। গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস।  তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মহিপুর মৎস্য আড়ৎ সমবায় মালিক সমিতির সভাপতি মোঃ দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, সাগরে মাছ ধরা সকল ট্রলারের জেলেদের সতর্কতার সহিত সাগরের তীরবর্তী এলাকায় মাছ ধরতে বলা হয়েছে এবং নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।


এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৪৭ ● ৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ