দুমকিতে তরকারির বাজারেও সিন্ডিকেট, ক্রেতাদের নাভিশ্বাস

হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে তরকারির বাজারেও সিন্ডিকেট, ক্রেতাদের নাভিশ্বাস
বৃহস্পতিবার ● ২ অক্টোবর ২০২৫


দুমকিতে মাছ-তরকারি বাজারে সিন্ডিকেট, ক্রেতাদের নাভিশ্বাস

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে মাছ ও তরকারির বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় ক্রেতা-সাধারণ চরম ভোগান্তিতে পড়েছেন। পাশ্ববর্তী মৌকরণ, বগা ও কলসকাঠি বাজারের তুলনায় প্রতিদিন ২০ থেকে ৪০ টাকা বেশি দামে পণ্য বিক্রি হচ্ছে দুমকির পীরতলা বাজারে।
ক্রেতাদের অভিযোগ, স্থানীয় ব্যবসায়ীরা সিন্ডিকেট গড়ে নিজেদের মতো করে দাম নির্ধারণ করছেন। এতে নিম্ন আয়ের মানুষের বাজার খরচ বেড়ে যাচ্ছে। আশপাশের বাজারগুলোতে নিত্যপণ্যের দাম তুলনামূলক কম হলেও দুমকিতে তা নিয়ন্ত্রণের বাইরে।
সরেজমিনে দেখা গেছে, আলু, পেঁয়াজ, মরিচ, টমেটোসহ বিভিন্ন সবজি এবং স্থানীয় নদীর মাছ স্বাভাবিকের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, অন্য বাজারে যেতে অতিরিক্ত সময় ও ভাড়া লাগে, তাই বাধ্য হয়ে বেশি দামে কিনতে হচ্ছে। তাদের দাবি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষক-কর্মকর্তাদের উচ্চ বেতনের প্রভাবও বাজারে পড়েছে। তারা উচ্চমূল্যে কিনলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন আয়ের মানুষ।
এ বিষয়ে তরকারি ব্যবসায়ী অলিউর রহমান মৃধা বলেন, পাইকারি বাজারেই দাম বেশি আসছে, আর পরিবহন খরচও বেড়েছে। তবে ভোক্তাদের দাবি, পাইকারি বাজার স্থিতিশীল থাকলেও দুমকিতে সিন্ডিকেটের কারণে অস্বাভাবিক দাম বাড়ানো হচ্ছে।
পীরতলা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শাহীন খান বলেন, সিন্ডিকেটের বিষয়টি সত্য। সমিতির পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও অনেকে ন্যায্যমূল্যে বিক্রি না করে ফের বেশি দাম নিচ্ছে। খুব শিগগির বৈঠক করে কঠোর নির্দেশনা দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. এজাজুল হক জানান, বাজার মনিটরিং জোরদার করা হবে। কেউ ইচ্ছাকৃতভাবে দাম বাড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, প্রশাসনের কঠোর নজরদারি ছাড়া সিন্ডিকেট নিয়ন্ত্রণ সম্ভব নয়। নইলে নিত্যপণ্যের বাজার আরও অস্থিতিশীল হয়ে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে কেনার সুযোগ থেকে বঞ্চিত হবেন।


এমআর

বাংলাদেশ সময়: ১৬:২৯:৪৭ ● ৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ