মোংলা বন্দরে তিন নম্বর সংকেতে পণ্য খালাস ব্যাহত

হোম পেজ » আবহাওয়া » মোংলা বন্দরে তিন নম্বর সংকেতে পণ্য খালাস ব্যাহত
বৃহস্পতিবার ● ২ অক্টোবর ২০২৫


বন্দরে তিন নম্বর সংকেতে পণ্য খালাস ব্যাহত

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১২টা নাগাদ নিম্নচাপটি মোংলা বন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

এর প্রভাবে মোংলা বন্দরসহ সংলগ্ন বঙ্গোপসাগর ও সুন্দরবন উপকূলে গেল গভীর রাত থেকে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের সাথে বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়াও।

এদিকে বৃহস্পতিবার ভোর থেকে আকাশে সূর্যের দেখা মেলেনি। আকাশ অন্ধকার মেঘাচ্ছন্ন রয়েছে।

আপরদিকে মোংলা বন্দরে ৭টি বিদেশি বাণিজ্যিক জাহাজের অবস্থান রয়েছে। এরমধ্যে রয়েছে সার, গ্যাস, কয়লা ও ক্লিংকার পণ্যবাহী জাহাজ। বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্দরে অবস্থানরত বিদেশী বাণিজ্যিক জাহাজগুলোর পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ বিঘ্নিত হচ্ছে। তবে বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার আশংকায় বন্ধ থাকছে সার খালাসের কাজ বলে জানিয়েছে বন্দরের হারবার বিভাগ।

নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় গভীর সাগর ও সুন্দরবনের নদী-খালে মাছ ধরতে যাওয়া জেলে-মাঝিমাল্লাদের নিরাপদে থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশিদ বলেন, গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। এটা অব্যাহত থাকবে। নিম্নচাপটির উৎপত্তিস্থলের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে, তার উপর নির্ভর করবে শক্তি সঞ্চার করছে নাকি নিস্ক্রিয় হচ্ছে। পর্যবেক্ষণ মোতাবেক পরবর্তীতে এর রুপ সম্পর্কে জানাবো যাবে।


এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৫১:৩৭ ● ১৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ