জেলেকে মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কুমির

হোম পেজ » খুলনা » জেলেকে মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কুমির
মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫


কুমিরের মুখ থেকে জেলের লাশ উদ্ধারে নদীতে অভিযান চালানো হচ্ছে। ছবিটি আজ শেষ বিকেলে তোলা হয়। ইনসেটে হতভাগ্য জেলে সুব্রত মণ্ডল

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

সুন্দরবনের করমজল খাল থেকে এক জেলেকে কুমির তুলে নিয়ে গেছে। নিহত জেলের লাশ উদ্ধারে বনবিভাগ ও স্থানীয়রা তল্লাশি চালাচ্ছে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, মঙ্গলবার সকালে কাঁকড়া ধরতে সুন্দরবনে যান সুব্রত মণ্ডল (৩২)। বিকেল সাড়ে ৩টার দিকে ফেরার পথে করমজল খাল সাঁতরে পার হওয়ার সময় হঠাৎ একটি কুমির তাকে কামড়ে ধরে পানিতে ডুবিয়ে নিয়ে যায়।

তার সঙ্গে থাকা সহকর্মীরা- সোহেল বিশ্বাস, জুয়েল সরদার, জয় সরকার ও স্বপন বিশ্বাস- চেষ্টা করেও কুমিরের মুখ থেকে সুব্রতকে উদ্ধার করতে পারেননি। পরে তারা বনবিভাগ ও তার পরিবারকে খবর দেন।

তল্লাশিদলে থাকা ইস্রাফিল বয়াতি জানান, সন্ধ্যার আগে তারা কুমিরের মুখে সুব্রতকে দেখতে পান। কুমিরটি তাকে খায়নি, বরং মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং মাঝে মাঝে ভেসে উঠছে। রাত হয়ে যাওয়ায় আলোর ব্যবস্থা করা হচ্ছে এবং ভাটার সময় খালে নেমে তল্লাশি চালানো হবে।

ইস্রাফিল আরও জানান, সুব্রত পূর্ব ঢাংমারী গ্রামের কুমুদ মণ্ডলের ছেলে। পেশায় তিনি একজন জেলে এবং কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করতেন। বনবিভাগের পাস নিয়েই তিনি বনে প্রবেশ করেছিলেন। তার পরিবারকে সরকারি অনুদান দেওয়ার দাবি জানান তিনি।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, যেসব জেলে পাস নিয়ে বনে গিয়ে বাঘ বা কুমিরের আক্রমণে প্রাণ হারান, তাদের পরিবারকে সরকার থেকে অনুদান দেওয়া হয়। তবে পাস ছাড়া কেউ নিহত হলে সহায়তা দেওয়া হয় না।

বাংলাদেশ সময়: ২১:১৩:৩৮ ● ১৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ