পিকআপের ধাক্কায় ভেঙে পড়ল বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর রেলিং!

হোম পেজ » পিরোজপুর » পিকআপের ধাক্কায় ভেঙে পড়ল বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর রেলিং!
মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫


কাউখালীতে পিকআপের ধাক্কায় ভেঙে গেল বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর রেলিং

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীর বেকুটিয়ায় কঁচা নদীর ওপর নির্মিত অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী বেকুটিয়া সেতুর রেলিং পিকআপ ভ্যানের ধাক্কায় ভেঙে নিচে পড়ে গেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে পিরোজপুরগামী একটি পিকআপ ভ্যান অতিরিক্ত গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ফুটপাত অতিক্রম করে রেলিংয়ে ধাক্কা দেয়। এতে বেকুটিয়া প্রান্তের রেলিংয়ের একটি অংশ ভেঙে পড়ে এবং সেতুর এক পাশ সাময়িকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, এই সেতুর ওপর প্রায়ই ভারী যানবাহনের বেপরোয়া চলাচল দেখা যায়। অতিরিক্ত গতির কারণেই এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে।

দুর্ঘটনার পরপরই পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ভেঙে যাওয়া রেলিং সংস্কারের কাজ সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে। আপাতত অস্থায়ীভাবে বেষ্টনী দেওয়া হবে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ৪ সেপ্টেম্বর উদ্বোধন হওয়া অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী বেকুটিয়া সেতুটি ১ হাজার ৪৯৩ মিটার দীর্ঘ ও ১৩.৪০ মিটার প্রস্থের। ৮৯৪ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই পিসি বক্স গার্ডার সেতুর মধ্যে চীন সরকার দিয়েছে ৬৫৪ কোটি ৮০ লাখ টাকা প্রকল্প সহায়তা এবং বাংলাদেশ সরকার ব্যয় করেছে ২৩৯ কোটি ৮০ লাখ টাকা। প্রতিদিন হাজার হাজার যানবাহন এই সেতু দিয়ে ঢাকা, বরিশাল ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করে।

প্রায় আড়াই মাস আগে এই গুরুত্বপূর্ণ সেতুর প্রায় ৪০০ মিটার বৈদ্যুতিক তার চুরি হয়ে যায়। এতে কাউখালী প্রান্তের প্রায় এক কিলোমিটার অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, ফলে অন্ধকারে চলাচলকারীরা পড়েছেন চরম ঝুঁকিতে। স্থানীয়রা জানান, রাতের বেলায় ছিনতাই ও ডাকাতির আশঙ্কাও তৈরি হয়েছে, যা এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে।

বাংলাদেশ সময়: ২১:২১:২৯ ● ১৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ