
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে বর্তমান অন্তর্র্বতী সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি বলেন, চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে যে গণঅভ্যুত্থান ঘটেছিল, সে সরকারের উচিত ছিল শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। কিন্তু ব্যাংকগুলোর তারল্য সংকটের কারণে শিল্পায়ন ও কর্মসংস্থান ব্যাহত হচ্ছে।
শনিবার রাতে কলাপাড়া চৌকি আদালত বার ভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় তিনি অভিযোগ করেন, একটি গ্রুপই ব্যাংক থেকে আড়াই লাখ কোটি টাকা নিয়েছে। এছাড়া বেক্সিমকো, সামিটসহ বড় বড় গ্রুপগুলো দেশের অর্থনীতিকে দুর্বল করে দিয়েছে।
মোশাররফ আরও বলেন, পদ্মা সেতু রেলসংযোগ, কর্ণফুলী টানেল ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন মেগা প্রকল্পের ঋণ দায় অর্থনীতিকে ঝুঁকিতে ফেলেছে। আগামী ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে এসব ঋণ পরিশোধ করতে হবে, যা রিজার্ভ কমিয়ে অর্থনীতির সূচক নিচে নামাবে।
তিনি মনে করেন, স্থিতিশীল রাজনৈতিক সরকার ছাড়া আগামী বাংলাদেশের অর্থনৈতিক সংকট মোকাবেলা সম্ভব নয়। আগামী ছয় মাস সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হলে বিদেশি বিনিয়োগও বন্ধ হয়ে যাবে, বলেন তিনি।
পিআর পদ্ধতি প্রসঙ্গে মোশাররফ বলেন, যে দেশেই পিআর পদ্ধতি আছে, সেখানে সরকার টেকে না। নেপালে গত ১৭ বছরে ১৩ বার সরকার পরিবর্তন হয়েছে।
সভায় উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবিরসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোশাররফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতি। শেষে তিনি আইনজীবীদের সঙ্গে নৈশভোজে অংশ নেন।
জিপি/এমআর