কুয়াকাটায় ভ্যাট কর্মকর্তার আচরণে ব্যবসায়ীদের আল্টিমেটাম

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় ভ্যাট কর্মকর্তার আচরণে ব্যবসায়ীদের আল্টিমেটাম
রবিবার ● ১২ অক্টোবর ২০২৫


কুয়াকাটায় ভ্যাট কর্মকর্তার আচরণে ব্যবসায়ীদের ক্ষোভ, ৭২ ঘণ্টার আল্টিমেটাম

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কুয়াকাটায় ভ্যাট কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ব্যবসায়ীরা ৭২ ঘণ্টার মধ্যে কর্মকর্তাকে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছেন। শনিবার সকালে কুয়াকাটা প্রেসক্লাবে হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেওয়া হয়।

সংগঠনের সেক্রেটারি জেনারেল মো. সাইদ হাসান অভিযোগ করেন, গত ৮ অক্টোবর বিকেলে সহকারী কমিশনার (ভ্যাট) এ. কে. এম. জামিউল আলম সৈকত হোটেলে গিয়ে ম্যানেজারের সঙ্গে অশোভন আচরণ করেন এবং সভাপতির সম্পর্কে অশালীন ভাষা ব্যবহার করেন। ঘটনার ভিডিও সংগঠনের কাছে সংরক্ষিত আছে বলে জানানো হয়।

হোটেল সৈকতের ম্যানেজার রাজিব অভিযোগ করেন, তিনি বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে চাইলে ভ্যাট কর্মকর্তা তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং গালাগাল করেন।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, ভ্যাট কর্মকর্তাকে ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার ও শাস্তি দিতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

তবে সহকারী কমিশনার (ভ্যাট) জামিউল আলম অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা ভ্যাট জরিপে গিয়েছিলাম, কোনো অসৌজন্যমূলক আচরণ করিনি বরং হোটেল কর্তৃপক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে।

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:২৩:২৩ ● ১৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ