গৌরনদীতে যুবককে হাতুড়িপেটা, থানায় অভিযোগ

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে যুবককে হাতুড়িপেটা, থানায় অভিযোগ
বুধবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৫


গৌরনদীতে যুবককে হাতুড়িপেটা, থানায় অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

পুরোনো শত্রুতার জেরে বরিশালের গৌরনদীতে দুলাল ভূঁইয়া (৩৫) নামে এক যুবককে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার গয়নাঘাটা ব্রিজের উত্তরে পাকা সড়কে।

আহত দুলাল ভূঁইয়া জানান, বাসস্ট্যান্ড যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে একই গ্রামের রাসেল পাইক ও তার ভাই রানা পাইকসহ কয়েকজন তাকে লক্ষ্য করে হামলা চালায়। তারা হাতুড়ি, লোহার রড, স্টিল পাইপ ও দেশীয় অস্ত্র দিয়ে নির্বিচারে মারধর করে। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে মহাসড়কে লুটিয়ে পড়েন। জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালে বেডে দেখতে পান। এ বিষয়ে কথা বলতে চাইলে অভিযুক্ত রাসেল পাইক কোনো মন্তব্য করতে রাজি হননি।

আহতের ভাই বাদী হয়ে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:০০:০৫ ● ১৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ