
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
বিচারপ্রার্থী মানুষের দুর্ভোগ লাঘব ও ন্যায়বিচার নিশ্চিত করতে পটুয়াখালীর কলাপাড়ায় শীঘ্রই জাজেজ কমপ্লেক্স আদালত ভবন নির্মাণের কাজ শুরু হবে।
বুধবার দুপুরে কলাপাড়া চৌকি আদালতের নতুন ভাড়াটে ভবন পরিদর্শন শেষে উপজেলা বার ভবনে জেলা আইনজীবী সমিতির আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের প্রধান বিচারিক হাকিম মো. শহীদুল্লাহ।
তিনি বলেন, বর্তমান ভাড়াটে ছোট ভবনে আইনজীবী, বিচারক ও বিচারপ্রার্থী মানুষের বসার স্থান সংকুলান না হওয়ায় আগামী মাসেই বড় পরিসরের নতুন ভাড়াটে ভবনে আদালত স্থানান্তর করা হবে। এতে দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে।
তিনি আরও জানান, সরকার ১৪টি জেলায় নতুন জেলা জজ আদালত ভবন নির্মাণের নকশা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। অচিরেই এসব ভবনের নির্মাণ কাজ শুরু হবে। কলাপাড়ার নতুন আদালত ভবনের প্রস্তাব ইতোমধ্যে অনুমোদন হয়েছে এবং এর সুফল শিগগিরই মানুষ পাবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদ আলম ও জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. হুমায়ুন কবির। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শরীফ মো. সালাহউদ্দিন। সভাপতিত্ব করেন কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা জজ পারভেজ আহমেদ, কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাব্বি ইসলাম রনি, সিনিয়র সহকারী জজ মো. মহিবুল হাসান এবং জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন।
এর আগে জেলা জজ আদালতের বিচারকরা কলাপাড়া চৌকি আদালত বার ভবনে পৌঁছালে জ্যেষ্ঠ আইনজীবীরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তারা আইনজীবীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।
জিপি/এমআর