কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বুধবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৫


কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া গ্রামে নাজমিন বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তার স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত নাজমিন ওই এলাকার জাকারিয়া হোসেনের স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ের জননী।

পারিবারিক সূত্রে জানা যায়, স্বামী-সন্তানদের নিয়ে দীর্ঘদিন ঢাকায় বসবাসের পর এক মাস আগে সন্তানদের নিয়ে গ্রামের বাড়ি আসেন তিনি। বুধবার সকালে নিজ শোবার ঘরে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এলেও তার মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কেউ আত্মহত্যা বললেও, স্থানীয়রা মৃত্যুর পেছনে রহস্য থাকতে পারে বলে ধারণা করছেন।

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে রহস্যজনক এ মৃত্যু নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও কৌতূহল দেখা দিয়েছে।


এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৫২:০৪ ● ১৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ