ছাতকে যুবলীগ নেতা শহিদ গ্রেফতার

হোম পেজ » সর্বশেষ » ছাতকে যুবলীগ নেতা শহিদ গ্রেফতার
বুধবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৫


ছাতকে যুবলীগ নেতা শহিদ গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, ছাতক (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের ছাতকে ত্রাসের রাজত্ব কায়েমকারী হিসেবে পরিচিত যুবলীগ নেতা মো. আব্দুল শহিদ (৪৫) গ্রেফতার হয়েছেন। গত ২৩ সেপ্টেম্বর রাতে ছাতক থানার বিশেষ অভিযানে পৌরসভার মন্ডলীভোগ এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, শহিদকে আদালতে পাঠানো হয়েছে এবং তার সহযোগী ও নেপথ্যের মদদদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভূমি দখল, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলার মাধ্যমে এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন। নারী, শিশু ও বৃদ্ধরাও তার ভয়ে নিরাপদ ছিলেন না।

গত ১৯ সেপ্টেম্বর সালিশি বৈঠকে এক পক্ষকে মারধর ও পরবর্তীতে বাড়িতে হামলার ঘটনায় জনরোষ চরমে ওঠে। এরপর থেকেই তাকে গ্রেফতারের দাবি জোরদার হয়।

শহিদ পৌরসভার ৭নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি এবং মৃত আছকির আলীর ছেলে। তার গ্রেফতারে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করলেও নেপথ্যের প্রভাবশালী পৃষ্ঠপোষকরা ধরা না পড়ায় জনমনে শঙ্কা রয়ে গেছে।

 


এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ১১:০১:৩০ ● ১৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ