সর্বশেষ

গৌরনদীতে ইয়াবা ও চোরাই মালসহ যুবক আটক

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ইয়াবা ও চোরাই মালসহ যুবক আটক
মঙ্গলবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৫


 

গৌরনদীতে ইয়াবা ও চোরাই মালসহ যুবক আটক

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে চোরাই মালামাল ও ইয়াবাসহ জুয়েল (৪০) ওরফে সিটি জুয়েল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি সরিকল ইউনিয়নের মহিষা গ্রামের আলমগীর মৃধার ছেলে।

মঙ্গলবার দুপুরে স্থানীয়রা তাকে চিহ্নিত চোর হিসেবে ঘেরাও করে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। তার স্বীকারোক্তিতে ১৬ পিস ইয়াবা, একটি খাট, ফ্রিজ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফারুক হোসেন জানান, ইউনিয়নে সম্প্রতি চুরির ঘটনা বেড়েছে। এ ঘটনায় আটককৃতকে বুধবার বিকেলে থানায় হস্তান্তর করা হয়।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তবে আটক জুয়েলের স্বজনরা দাবি করেছেন, স্থানীয় কিছু লোক ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছে।

বাংলাদেশ সময়: ২২:০৯:৫২ ● ৩৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ