
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রমিকদল নেতা মো. দেলোয়ার হোসেন হাওলাদারকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মুরাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে বিএনপির মুরাদিয়া ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক জহুরুল হক জুয়েলের বাড়িতে নিয়মিত জুয়ার আসর বসছিল। এসময় প্রতিবেশী ও মুরাদিয়া ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন সেখানে গিয়ে পাঁচশত টাকা বখরা দাবি করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।
শোরগোল শুনে আশপাশের লোকজন ছুটে এলে জুয়েলের পক্ষ থেকে দেলোয়ারকে আটক করে পুলিশে খবর দেয়া হয়। জুয়েল দাবি করেন, দেলোয়ার দা নিয়ে তার বাড়িতে ঢুকে খুনের উদ্দেশ্যে হামলা চালায়। তবে দেলোয়ারের পরিবারের দাবি, প্রতিদিনের মতো ওই পথে বাড়ি ফেরার সময় শব্দ শুনে তিনি ঘটনাস্থলে প্রবেশ করেছিলেন।
খবর পেয়ে রাতেই ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক খান ও সাধারণ সম্পাদক মাসুদ প্যাদা ঘটনাস্থলে পৌঁছান। এর কিছুক্ষণ পর পুলিশও সেখানে উপস্থিত হয়ে দেলোয়ারকে থানায় নিয়ে যায়।
দুমকি থানার ওসি জাকির হোসেন বলেন, রাতের ডিউটীকালীন অফিসার ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য দেলোয়ারকে থানায় নিয়ে আসেন। এঘটনায় কোন পক্ষ থেকেই অভিযোগ পাওয়া যায়নি। তিনি আরও বলেন, দেলোয়ারের পরিবারের কেউ থানায় আসলে তাকে ছেড়ে দেয়া হবে।
এমআর