মানিকগঞ্জে মায়ের হাতে দুই সন্তানকে হত্যা, পরে নিজের বিষ পান

হোম পেজ » ঢাকা » মানিকগঞ্জে মায়ের হাতে দুই সন্তানকে হত্যা, পরে নিজের বিষ পান
মঙ্গলবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৫


মানিকগঞ্জে মায়ের হাতে দুই সন্তানকে হত্যা, পরে নিজের বিষ পান

সাগরকন্যা প্রতিবেদক, মানিকগঞ্জ

মানিকগঞ্জ শহরের পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি বাসা থেকে মা ও তার দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যা করার ঘটনায় পুলিশ তিনটি মরদেহ উদ্ধার করেছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে লাশ উদ্ধার করা হয়। পাশের ফ্লোরে বিষের ট্যাবলেট (অ্যালুমিনিয়াম ফসফাইট) পাওয়া গেছে। নিহতরা হলেন মালয়েশিয়া প্রবাসী শাহীন দেওয়ানের স্ত্রী শিখা আক্তার (২৭), ছেলে আলভী (৭) এবং দুই বছরের কন্যা সায়মা আক্তার।

প্রতিবেশী আলমগীর হোসেন জানান, সকালে বিদ্যুৎ বিল দিতে গিয়ে দরজা না খোলায় বাড়ি মালিককে খবর দেন। পুলিশ ৯৯৯ নম্বরে কল পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে খাটে মা শিখা আক্তারের মরদেহ ও ফ্লোরে শিশুদের মরদেহ দেখতে পান।

শাহীন দেওয়ানের মামা আমান আনসারী জানান, শাহীন দেশে থাকাকালীন হ্যালোবাইক চালাতেন। এক মাস আগে তিনি মালয়েশিয়ায় যান। শিখা আক্তার ছিলেন শাহীনের দ্বিতীয় স্ত্রী। পুত্র আলভী আগের স্ত্রীর সন্তান, কন্যা সায়মা শাহীনের সন্তান।

সদর থানার এসআই তরিকুল ইসলাম জানান, নিহত দম্পতির মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

বাংলাদেশ সময়: ১৯:১৩:৩৯ ● ১৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ