নামে মাত্র অভিযান! আগৈলঝাড়ায় মৎস্য অফিসে অনিয়মের অভিযোগ

হোম পেজ » বরিশাল » নামে মাত্র অভিযান! আগৈলঝাড়ায় মৎস্য অফিসে অনিয়মের অভিযোগ
সোমবার ● ২২ সেপ্টেম্বর ২০২৫


 

নামে মাত্র অভিযান আগৈলঝাড়ায় মৎস্য অফিসে অনিয়মের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় টেন্ডার ছাড়াই কাজ করার অভিযোগ উঠেছে উপজেলা মৎস্য অফিসের বিরুদ্ধে। অবৈধ জাল নিয়ে অভিযানও হচ্ছে নামে মাত্র। এতে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

স্থানীয় সূত্র জানায়, মৎস্য অফিসে ব্যাপক অনিয়ম চলছে। টেন্ডার ছাড়াই লাখ লাখ টাকার সরকারি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। নদী ও জলাশয়ে নির্বিঘ্নে ব্যবহার হচ্ছে কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল, ভেসাল জাল, চরঘের, গরা পাটা ও নেট টেনে মাছ ধরার মতো নিষিদ্ধ পদ্ধতি। তবে অভিযানে যথাযথ উদ্যোগ নেই। অভিযোগ রয়েছে, অভিযানের আগাম খবর জেলেদের জানিয়ে দেওয়া হয়।

প্রতিবছর সরকার কোটি টাকা বরাদ্দ দিলেও প্রকল্প বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। স্থানীয়রা অভিযোগ করেন, প্রকল্পের সদস্যরা প্রকৃত বাজেট সম্পর্কেই অবহিত নন। অনিয়ম ও অব্যবস্থাপনা রুখতে তারা প্রশাসনের কড়া নজরদারি দাবি করেছেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক বলেন, আগে কখনও টেন্ডার হয়নি, তাই প্রচলিত নিয়মে কাজ চলছে। তিনি দাবি করেন, অবৈধ জালবিরোধী অভিযানও চলমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক জানান, টেন্ডার প্রক্রিয়া না হওয়া বিষয়টি খতিয়ে দেখা হবে। অনিয়ম ধরা পড়লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:৫৮:৫১ ● ৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ