
সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কাউখালী উত্তর বাজারে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বিকেল সাড়ে ৫টায় কাউখালী পুরাতন ঈদগাহ মাঠে প্রথম জানাজা ও রাতে কেউন্দিয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার আগে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার উপস্থিতিতে পুলিশের চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং দৈনিক ইত্তেফাক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন। পৃথক শোকবার্তায় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ ছাড়া শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনজুরুল মাহফুজ পায়েল, কাউখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হাসান রবিন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি শেখ রিয়াজ আহমেদ নাহিদসহ বিভিন্ন রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সামাজিক, শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আরএইচআর/এমআর