আদালতের নির্দেশনা ভঙ্গ! ছাতকে দাওয়াত খাওয়া নিয়ে আলোচনায় ওসি

হোম পেজ » সর্বশেষ » আদালতের নির্দেশনা ভঙ্গ! ছাতকে দাওয়াত খাওয়া নিয়ে আলোচনায় ওসি
শনিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৫


দাওয়াত খাওয়া শেষে ওই বাড়িতে ওসিকে নিয়ে তোলা যে ছবির আলোচনা সমালোচনা চলছে এলাকায়

সাগরকন্যা প্রতিবেদক, ছাতক (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গড়গাঁও গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় গেইট ও দেয়াল নির্মাণ চলছে। এতে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, পুলিশ নিষ্ক্রিয় থাকায় আদালত অবমাননার ঘটনা ঘটছে।

স্থানীয় সূত্র জানায়, মাহমদপুর মৌজার সাড়ে ৩১ শতক জমি মৃত মদরিছ আলীর তিন ছেলে শফিক মিয়া, রফিক মিয়া ও মাসুক মিয়ার ওয়ারিশসূত্রে প্রাপ্ত। দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা করছে সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা আশিকুর রহমানের ছেলে আরিফুর রহমান ও হাসানুর রহমান পুষ্পের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র। সম্প্রতি ওই জমির ওপর দিয়ে চলাচলের একমাত্র রাস্তায় গেইট ও দেয়াল নির্মাণ শুরু হলে শফিক মিয়া বাদী হয়ে ১৬ সেপ্টেম্বর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত শান্তি শৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি করে উভয় পক্ষকে নোটিশ দেন।

১৭ সেপ্টেম্বর ছাতক থানার এসআই মহিউদ্দিন নোটিশ পৌঁছে দিলেও প্রতিপক্ষ তিন দিন ধরে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশ এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং স্থানীয়দের অভিযোগ, ওসি শফিকুল ইসলাম খান অভিযুক্তদের পক্ষে অবস্থান নিয়েছেন।

এ অভিযোগ ঘনীভূত হয় একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে। ছবিতে দেখা যায়, ওসি শফিকুল ইসলাম খান এবং পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ অভিযুক্তদের বাড়িতে দাওয়াত খাওয়া শেষে ছবি তুলেছেন। এতে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীরা জানান, প্রতিপক্ষ তাদের বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। থানায় লিখিত অভিযোগ জমা দিতে গেলে তা গ্রহণে গড়িমসি করা হয় বলেও অভিযোগ করেছেন তারা। তবে পুলিশের দাবি, অভিযোগ গ্রহণ করা হয়েছে।

এসআই মহিউদ্দিন জানান, উভয় পক্ষকে নোটিশ দেওয়ার পরও নির্মাণকাজ চলছিল, বিষয়টি তিনি ওসিকে জানিয়েছেন। তবে এরপর কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি- সে প্রশ্নের জবাব তিনি দিতে পারেননি।

ওসি শফিকুল ইসলাম খান বলেন, দাওয়াতে অংশ নেওয়া একটি সামাজিক সৌজন্য ছিল, এর সঙ্গে বিরোধের কোনো সম্পর্ক নেই। পুলিশ আইনের বাইরে নয় এবং পক্ষপাতিত্বের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

বাংলাদেশ সময়: ১৬:০৯:৪৫ ● ১৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ