কচুয়ায় প্রত্নতাত্ত্বিক জরিপ কার্যক্রমের উদ্বোধন

হোম পেজ » খুলনা » কচুয়ায় প্রত্নতাত্ত্বিক জরিপ কার্যক্রমের উদ্বোধন
মঙ্গলবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৫


বাগেরহাটে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান কার্যক্রমের উদ্বোধন।

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের কচুয়া উপজেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার প্রাচীন মঘিয়া কালি মন্দির প্রাঙ্গণে এর উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব স্বপন মন্ডল, মন্দির কমিটির সভাপতি নিত্য রঞ্জন সাহা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মহিদুল ইসলাম, বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মো. যায়েদ, মাইকেল মধুসূদন দত্তবাড়ির সহকারী কাস্টোডিয়ান মো. হাসানুজ্জামান এবং বরিশাল বিভাগীয় জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান মো. আরিফুর রহমান। এছাড়া প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক দপ্তরের মার্ক্সম্যান মো. এনামুল হক, ফটোপ্রিন্টার মো. রায়হানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাগেরহাটের চারটি উপজেলা-  মোংলা, শরণখোলা, কচুয়া ও চিতলমারীতে এক মাসব্যাপী প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হবে।

খুলনা বিভাগের আঞ্চলিক পরিচালক (প্রত্নতত্ত্ব অধিদপ্তর) লাভলী ইয়াসমিন জানান, এ জরিপের মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রত্নস্থল চিহ্নিত করে সংরক্ষণ কার্যক্রম শুরু করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:৪১:৫১ ● ৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ