গৌরনদীতে গাছ কাটা সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে নোটিশ

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে গাছ কাটা সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে নোটিশ
শুক্রবার ● ১২ সেপ্টেম্বর ২০২৫


গৌরনদীতে গাছ কাটা সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে নোটিশ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

সরকারি গাছ কাটার অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম রোকনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পির স্বাক্ষরিত নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে লিখিতভাবে জবাব দেওয়ার পাশাপাশি স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, রোকনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

গত ৭ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার টরকী বন্দরের ছাগলহাট এলাকায় হাজী আবুল হোসেনের বাড়ির সামনের সরকারি জমির সাতটি গাছ শ্রমিক দিয়ে কাটতে থাকেন রোকন। স্থানীয়দের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাটি জানতে পেরে পুলিশ পাঠান। পরে পুলিশ গাছ কাটা বন্ধ করে এবং কাটা গাছের টুকরা জব্দ করে।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি জানান, গাছ কাটার একটি আবেদন জমা পড়েছিল, তবে যাচাই-বাছাই শেষে অনুমোদন দেওয়া হয়নি। অনুমতি ছাড়া সরকারি গাছ কাটা আইনত দণ্ডনীয় অপরাধ।

গৌরনদী থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ইউএনওর নির্দেশে পুলিশ গাছ কাটা বন্ধ করে এবং গাছের টুকরা জব্দ করেছে। পরবর্তী ব্যবস্থা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে।

এ বিষয়ে শফিকুল ইসলাম রোকন দাবি করেন, তিনি ভেবেছিলেন আত্মীয়ের করা আবেদন অনুমোদন পেয়েছে। সেই ধারণায় শ্রমিক দিয়ে গাছ কাটা হচ্ছিল। তবে প্রশাসনের নির্দেশে কাজ বন্ধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০১:২১ ● ১২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ