
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকের ঢল নেমেছে। শুক্রবার সকাল থেকে আকাশ মেঘলা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝেও হাজারো মানুষ সৈকতের জিরো পয়েন্ট থেকে দু’পাশে ভিড় জমায়।
দুপুর পর্যন্ত নারী-পুরুষ-শিশুসহ সব বয়সী মানুষকে ঢেউয়ের সাথে দুলতে, ছবি তুলতে ও গোসল করতে দেখা গেছে।
ঢাকা থেকে আসা পর্যটক রাশেদুল ইসলাম বলেন, বৃষ্টির মধ্যেও কুয়াকাটার বিশাল ঢেউ উপভোগ করতে দারুণ লাগছে। পরিবার নিয়ে আসায় আনন্দটা আরও বেড়েছে।
চট্টগ্রামের পর্যটক ফারহানা আক্তার বলেন, কক্সবাজার অনেকবার গিয়েছি, কিন্তু কুয়াকাটায় আসা হয়নি। বর্ষার ঢেউয়ের মজা নিতে এসেছি। সৈকতে ভিড় থাকলেও সবার মধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে।
ক্ষুদ্র ব্যবসায়ী মহিবুল্লাহ জানান, কয়েকদিন বৈরী আবহাওয়ায় পর্যটক ছিল না। ছুটির দিনে আবার ভালো ভিড় দেখা যাচ্ছে, বেচাকেনাও বেড়েছে।
হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল ফরাজী বলেন, বীচ সংলগ্ন হোটেলগুলোতে শতভাগ বুকিং রয়েছে। শহরের ভেতরের হোটেল-মোটেলে ৫০–৬০ শতাংশ বুকিং হয়েছে। এতে স্থানীয় অর্থনীতিতে প্রাণ ফিরেছে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, সৈকতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পর্যটকদের নিরাপদে ঢেউ উপভোগে বারবার সতর্ক করা হচ্ছে। সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ কাজ করছে।
কুয়াকাটা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক বলেন, বর্ষায় কুয়াকাটার বিশাল ঢেউ পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ। ছুটির দিনে সেই ঢেউয়ের উচ্ছ্বাসে মেতে উঠেছেন পর্যটকরা। নিরাপত্তায় পৌরসভা, ট্যুরিস্ট পুলিশ, মহিপুর থানা ও উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।