নেছারাবাদে শতবর্ষী রাস্তা সংস্কারে বাধা, এলাকাবাসীর ভোগান্তি

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে শতবর্ষী রাস্তা সংস্কারে বাধা, এলাকাবাসীর ভোগান্তি
সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫


নেছারাবাদে শতবর্ষী রাস্তা সংস্কারে বাধা, এলাকাবাসীর ভোগান্তি

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

নেছারাবাদের মাহমুদকাঠী গ্রামের শত বছরের পুরনো রাস্তা সংস্কারে বাধা দিচ্ছেন জাহাঙ্গীর নামের একজন ব্যক্তি।

রাস্তা ব্যবহারকারীদের অভিযোগ, জাহাঙ্গীর গরুর খামার ও নারিকেল গাছ রাখার কারণে সংস্কার কাজ বন্ধ রয়েছে।

প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী পরিবহন ও কৃষিপণ্যসহ প্রায় এক হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করেন।

স্থানীয় আলহাজ্ব মো. রুহুল আমিন বলেন, সরকারি বরাদ্দ পাওয়ার পরও রাস্তার জন্য প্রয়োজনীয় জায়গা ছাড়ছেন না। সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন বলেন, রাস্তা জরাজীর্ণ, দুর্ঘটনা ঘটছে, সংস্কার জরুরি।

অভিযোগের জবাবে জাহাঙ্গীর হোসেন বলেন, রাস্তার পক্ষে। খাল পাইলিং করে রাস্তা করলে সহযোগিতা করব। গাছ কাটা হবে না।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান। সমাধানের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১:৫৭:৩৩ ● ২৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ