ইন্দুরকানিতে জামিনে মুক্ত আ.লীগ কর্মীর বিরুদ্ধে এবার চাঁদা দাবির অভিযোগ

হোম পেজ » পিরোজপুর » ইন্দুরকানিতে জামিনে মুক্ত আ.লীগ কর্মীর বিরুদ্ধে এবার চাঁদা দাবির অভিযোগ
সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫


এর আগে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার দৃশ্য

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুরের ইন্দুরকানীতে জামিনে মুক্ত হওয়ার পর আওয়ামী লীগের এক কর্মী বাবুল বেপারী স্থানীয় মো: শরিফ বিল্লাহর কাছে চাঁদা দাবি করেছেন এবং জমি দখলের হুমকি দিয়েছেন। ভুক্তভোগী মো: শরিফ বিল্লাহ একই গ্রামের মৃত তোফায়েল আহমেদের ছেলে।

ওসি মো: মারুফ হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, বাবুল বেপারী ও তার ভাই অহিদুল বেপারী ২০২২ সালের বিস্ফোরক মামলা এবং ধর্ষণ ও মারধরের ঘটনায় কারাভোগ করেছেন। চলতি বছরের ২৮ আগস্ট হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হন।

৩১ আগস্ট তিনি ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগীর জমিতে চাষাবাদের সময় মোটা অংকের অর্থ দাবি করেন। টাকা না দিলে জমি দখল করার হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী বলেন, বাবুল ও তার বাবা, ভাইসহ ৫-৬ জন অস্ত্র নিয়ে জমিতে উপস্থিত হয়ে হুমকি দিয়েছেন। অভিযোগ অস্বীকার করে বাবুল বেপারী বলেন, জমি যদি পাই তবে নিজে নেব, না পেলে দখল করব না।

চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু বলেন, অভিযোগ পেলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০:২১:৩১ ● ৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ