গৌরনদীতে রাতের আঁধারে সরকারি গাছ কাটার সময় জব্দ

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে রাতের আঁধারে সরকারি গাছ কাটার সময় জব্দ
সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫


গৌরনদীতে রাতের আঁধারে সরকারি গাছ কাটার সময় জব্দ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

রাতের আঁধারে সরকারি সড়কের পাশের লাখ টাকার মূল্যের কয়েকটি গাছ কাটার সময় পুলিশ গিয়ে গাছ কাটা বন্ধ করে দেয় এবং কাটা অংশ জব্দ করে।

স্থানীয় সূত্র জানায়, রবিবার দিবাগত রাতে উপজেলার টরকী বন্দরের ছাগলহাট এলাকায় হাজী বাবুল হোসেনের বাড়ির সামনে সরকারি সড়কের পাশে সাতটি গাছ কেটে নিচ্ছিলেন গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান রোকন ও শ্রমিকরা। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে কর্তনকৃত গাছ জব্দ করে।

বাড়ির মালিক হাজী বাবুল হোসেন জানান, গাছগুলো উপড়ে তার বাড়ির ক্ষতি হতে পারে ভেবে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেছিলেন। তবে রাতে আত্মীয় রোকনুজ্জামান শ্রমিক নিয়ে গাছ কাটা শুরু করেন। তিনি দাবি করেছেন, ইউএনওর অনুমতি আছে।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি বলেন, আবেদন করা হলেও তা যাচাই-বাছাইয়ের জন্য বন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। অনুমতি দেওয়ার আগে রাতের আঁধারে গাছ কাটা অনৈতিক। পুলিশ পাঠিয়ে তা বন্ধ করা হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিকুল ইসলাম জানান, ইউএনওর নির্দেশে পুলিশ পাঠিয়ে গাছ কাটা বন্ধ ও জব্দ করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা আইন অনুযায়ী নেওয়া হবে।

অভিযুক্ত রোকনুজ্জামান রোকন বলেন, তিনি ভেবেছিলেন অনুমতি পাওয়া হয়েছে। পুলিশ বাঁধা দেওয়ার পর গাছ কাটা বন্ধ রয়েছে। ইউএনওর সিদ্ধান্ত অনুযায়ী তিনি পরবর্তী পদক্ষেপ নেবেন।

বাংলাদেশ সময়: ১৪:৫০:৩৯ ● ৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ