আমতলীতে সাবেক স্বামীকে হত্যার পরিকল্পনা, স্ত্রীসহ ছয়জন গ্রেফতার

হোম পেজ » বরগুনা » আমতলীতে সাবেক স্বামীকে হত্যার পরিকল্পনা, স্ত্রীসহ ছয়জন গ্রেফতার
সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫


স্ত্রীসহ ছয়জন গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলীতে সাবেক স্বামী ফরহাদ ইসলাম জয়কে হত্যার উদ্দেশ্যে কিশোর গ্যাং ভাড়া করার অভিযোগে তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজু বেগমসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার উতসিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন- তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজু বেগম, কিশোর গ্যাং সদস্য সাকিল, রাকিবুল ইসলাম, অলি হাওলাদার ও আরও দুই সহযোগী। সোমবার বিকেলে তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক মো. ইফতি হাসান ইমরান জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

পুলিশ জানায়, ঘটনার রাতে লাইজু বেগম মুঠোফোনে জয়কে তার মেয়েকে দেখতে উতসিতলায় যেতে বলেন। রাত পৌনে নয়টার দিকে সেখানে পৌঁছালে ওৎ পেতে থাকা লাইজু ও ৬–৮ জন কিশোর গ্যাং জয়কে মারধর শুরু করে। স্থানীয় এক ব্যক্তির উপস্থিতিতে হত্যার চেষ্টা ব্যর্থ হয়। পরে পুলিশের অভিযানে সব ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

নিহতের অভিযোগ, তারা তার মোবাইল ফোন ও নগদ ১৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ফরহাদ ইসলাম জয় বলেন, লাইজু আমার অনুমতি ছাড়া দীর্ঘ ছয় বছর বিদেশে ছিলেন। এজন্য ২৫ জুলাই আমাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকেই তিনি আমাকে হত্যার পরিকল্পনা করে আসছিলেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, গ্রেপ্তারকৃতরা মূল পরিকল্পনাকারী ও সহযোগী। এ ঘটনায় জয় বাদী হয়ে লাইজু বেগমকে প্রধান আসামি করে ছয়জনের নামে মামলা করেছেন।

বাংলাদেশ সময়: ১৬:০০:৪২ ● ৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ