কক্সবাজারের হত্যা মামলার আসামি মহিপুরে গ্রেফতার

হোম পেজ » পটুয়াখালী » কক্সবাজারের হত্যা মামলার আসামি মহিপুরে গ্রেফতার
সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫


কক্সবাজারের হত্যা মামলার আসামি মহিপুরে গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কক্সবাজারের রামু থানার হত্যা মামলার পলাতক আসামিকে পটুয়াখালীর মহিপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ও র‌্যাব-১৫ কক্সবাজারের যৌথ অভিযানে রবিবার রাত ৮টার দিকে মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রাম থেকে মো. ইব্রাহিম (২০) নামের আসামিকে ধরা হয়। তিনি রামু উপজেলার উল্টাখালী গ্রামের বাসিন্দা।

র‌্যাব সূত্র জানায়, গত ২ জুলাই রামুর রশিদনগর এলাকায় আড়াই বছর বয়সী অটোরিকশাচালক মো. সোহেল (১৭) নিখোঁজ হন। পরদিন সকালে স্থানীয়রা একটি নালায় তাঁর রক্তাক্ত মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। নিহতের পিতা রিয়াজ উদ্দিন পরে মরদেহ শনাক্ত করেন।

এ ঘটনায় ৪ জুলাই রামু থানায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলাটি নং ১৫, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড।

র‌্যাব-৮ সিপিসি-১ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ জানান, গ্রেফতার ইব্রাহিমকে আইনগত প্রক্রিয়ার জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহিপুর থানার ওসি মো. মাহমুদ হাসান বলেন, সোমবার বিকেলে আসামিকে রামু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৫৫:২৭ ● ১৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ