
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় লামিয়া হত্যার ঘটনায় নিরীহ গ্রামবাসীর নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি তুলে শতশত গ্রামবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। তারা আত্মমূল্যায়নসহ প্রকৃত অপরাধীদের চিহ্নিত ও গ্রেফতারের জোর দাবি জানায়।
শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার লালুয়া মুক্তিযোদ্ধা বাজারে গ্রেফতারকৃতদের পরিবার ও গ্রামবাসী মিছিল ও মানববন্ধন করেন। তারা দাবি করেন, গত ৩০ জুন লামিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ বাড়ির সামনে ঝুলিয়ে রাখা হয়। সেখানে লামিয়ার মা হালিমা বেগমের সহযোগিতার কথাও উঠেছে বলে এলাকাবাসীর অভিযোগ।
তারা বলছেন, ঘটনার দিন ওই চারজন- জয়নাল মৃধা, তাইফুর রহমান, সুজন ও হাসান এলাকায় ছিলেন না। স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় নিরীহ গ্রামবাসীর নামে মামলা দায়ের করা হয়েছে এবং এখন মামলা তুলে নেওয়ার নামে টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
বিক্ষোভে অংশ নেওয়া এক নেতা বলেন, মামলা অবিলম্বে প্রত্যাহার না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। অংশগ্রহণকারীরা প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি তোলেন এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার অনুরোধ করেন।
স্থানীয় প্রশাসন এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। বিষয়টি তদন্তের জন্য পুলিশের কাছে উপস্থাপন করার ও সঠিক তদন্তের দাবি আন্দোলনকারীদের পক্ষ থেকে করা হয়।