প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেছারাবাদে বিএনপি’র র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হোম পেজ » পিরোজপুর » প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেছারাবাদে বিএনপি’র র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেছারাবাদে বিএনপি’র র‌্যালি

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

নেছারাবাদে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি ও সভা পিরোজপুর-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মো. মাহমুদ হোসেনের পক্ষে আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সোহাগদল ইউনিয়নের বরছাকাঠী থেকে র‌্যালি শুরু হয়ে ইন্দেরহাট ও মিয়ারহাট বন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নেছারাবাদ উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইমাম হোসেন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাফর আল ইকবাল, স্বরূপকাঠি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আমিনুল ইসলাম মিজান, পৌর যুবনেতা মো. মামুন সরদার এবং বলদিয়া ইউনিয়ন বিএনপি’র সদস্য মো. ফরিদ আহমেদ।

বক্তারা বলেন, বিএনপি গণমানুষের অধিকার ও স্বাধীনতার জন্য প্রতিষ্ঠিত দল। এ দল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখছে। পিরোজপুর-২ আসন থেকে সম্ভাব্য দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. মাহমুদ হোসেনের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁকেই আমরা প্রার্থী হিসেবে দেখতে চাই।

বাংলাদেশ সময়: ২০:৫১:০৩ ● ২১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ